সময়ের খেলা

বুকের কাছে মুখ রেখে বলি, বিজন হও নির্জন। জানি না কি বোঝে !! ক্লান্ত দুচোখে সন্ধ্যা নেমে আসে….
চোখে দেখি গোধূলির ছোঁয়া লেগেছে, পদ্মানদীর মাঝি থামিয়ে দিয়েছে দাঁড়, নৌকাখানি নিজের চারিদিকে ঘুরে চলছে …..
জানি না কিভাবে চলে যায় দিন, রাতের আকাশে একফালি চাঁদ কিভাবে কিরণ দেয় ….
তবুও চলে যাচ্ছে সে, ফিরে তাকাচ্ছে না কোনো সময় ….

এপার-ওপার

বন্ধ দরজার ওপার থেকে ডাক দিয়েছ তুমি,

এপার থেকে ছিটকিনি তুলে বন্দি করেছি আমি।

আমাদের এই সম্পর্ক শুধু একটি কাঠের দরজায়,

মুখটি কেন ঢেকে রাখো নতুন কালো পর্দায়।

ছাদে কেন উঠিয়েছ পাঁচিল ছয় ফুট লম্বা,

চাঁদে যেমন কলঙ্ক থাকে কালো পাহাড়ের সম্ভার।

তোমরাই শুধু ঘুলঘুলি দিয়ে দেখবে অন্য প্রকৃতি,

সমাজের বাকিরা কি পাঠিয়েছে তোমাদের শুভেচ্ছাময় প্রীতি ?

চোখের জল

​চোখের জল

      -সৌম্যজিৎ


চোখ থেকে গড়িয়ে পড়া ধারার নাম চোখের জল,

যন্ত্রনা অনুভবের নাম চোখের জল,

অসহায়ের অপর অবস্থা চোখের জল,

কষ্টের আর এক নাম চোখের জল,

চোখে চোখ রাখার উপলব্ধি চোখের জল,

প্রেম হারানোর ছদ্মনাম চোখের জল,

ভালোবাসার ঘনিষ্ঠতার প্রকাশ চোখের জল,

আনন্দের আগমনের সাথী চোখের জল,

“সবচেয়ে বড় অপচয়ের নাম চোখের জল” ।।💝


রক্তাত্ব প্রতিচ্ছবি

বিকেলের পড়ন্ত বেলায় গোধূলির ডাক

ধীরে ধীরে ফিরে যায় পাখিদের ঝাঁক,

মেঘের ঘনঘটায় নিভে যায় তেজস্বী


বৃষ্টির আগমনে ভিজে ওঠে নিজস্বী।

জল ভরা রাস্তার নিপুন কারিগর,

ফুটিয়ে তোলে সে নিদারুন ছবি,

ছেঁড়া কাপড়ের পুতুলের দল,


কান্নার দৃশ্য কি দেখায় ঐ প্রতিচ্ছবি ?

বন্যেরা হাসে খেলে প্রকৃতির ছায়ায়,

মৃত শিশু কেঁদে ওঠে মাতৃমায়ায়,

স্বাধীনতা  মানে শুধু বেঁচে থাকা নয়,


পরাধীনতার আশ্রয়ে শরীর দেওয়া দাম নয়।

পিরিওডসের রক্তে কষানো আঘাত,

ফিরিয়ে আনে হৃদয়ের বাত,

বিবাহ মানেই শুধু পাক সাত,


এটাই কি মনে করায় কার কি জাত?

Blog at WordPress.com.

Up ↑