সময়ের খেলা

বুকের কাছে মুখ রেখে বলি, বিজন হও নির্জন। জানি না কি বোঝে !! ক্লান্ত দুচোখে সন্ধ্যা নেমে আসে….
চোখে দেখি গোধূলির ছোঁয়া লেগেছে, পদ্মানদীর মাঝি থামিয়ে দিয়েছে দাঁড়, নৌকাখানি নিজের চারিদিকে ঘুরে চলছে …..
জানি না কিভাবে চলে যায় দিন, রাতের আকাশে একফালি চাঁদ কিভাবে কিরণ দেয় ….
তবুও চলে যাচ্ছে সে, ফিরে তাকাচ্ছে না কোনো সময় ….

Leave a comment

Create a free website or blog at WordPress.com.

Up ↑